নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ বলছে দল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন— এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনও দায়িত্বে আছেন এবং তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পদত্যাগ বা অব্যাহতির কোনো প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হতে পারে না: জিএম কাদের

এছাড়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। দলের ভেতরে কোনো বিরোধ নেই, বরং সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন অনলাইন মাধ্যমে দাবি করা হচ্ছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপি এই দাবিকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ‘নতুন রাষ্ট্র কাঠামোয় তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে’