মুক্তিপণ না দেওয়ায় সেনেগালি তরুণ গোলরক্ষকে হত্যা

সেনেগালের মাত্র ১৮ বছর বয়সী প্রতিশ্রুতিশীল গোলরক্ষক শেখ তোরেকে ঘানায় অপহরণ করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভুয়া বিদেশি স্কাউটদের প্রলোভনে পড়ে তিনি ঘানায় যান। সেখানে পৌঁছানোর পর একদল অস্ত্রধারী প্রতারক তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে।
পরিবার নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় অপহরণকারীরা তরুণ ফুটবলারের জীবন কেড়ে নেয়। শেখ তোরে সেনেগালের পরিচিত ফুটবল একাডেমি ‘এসপ্রি ফুট ইয়েমবেল’ (Esprit Foot Yembeul)-এ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। অল্প বয়সেই তার ফুটবল দক্ষতা ও সম্ভাবনার কারণে তাকে দেশটির ফুটবলের আগামী প্রজন্মের অন্যতম তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
আরও পড়ুন: রিশাদের ঝড়ে দুইশ ছুঁলো বাংলাদেশ, ওয়ানডে সিরিজে শক্ত অবস্থানে টাইগাররা
ঘটনার পর সেনেগাল ও ঘানার আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। শেখ তোরের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।
সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে ক্রীড়াবিদ ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিদেশ সফর, ক্লাব ট্রায়াল বা ট্রান্সফারের মতো প্রস্তাবের ক্ষেত্রে সরকারি বা স্বীকৃত ক্রীড়া সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লঙ্কানদের দুইশ’র পরে থামালেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
তরুণ এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সেনেগালের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ফুটবল একাডেমি ও সমর্থকরা শেখ তোরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ঘটনাটির দ্রুত বিচার দাবি করছেন।