লঙ্কানদের দুইশ’র পরে থামালেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ পারফরম্যান্সের মাধ্যমে শ্রীলঙ্কার ইনিংসকে মাত্র ২০২ রানে অলআউট করে দিয়েছে। ইনিংসের প্রথম বলেই পেসার মারুফা আক্তারের অসাধারণ ইনসুইংয়ে ধাক্কা খায় শ্রীলঙ্কা। এরপর চামারি আতাপাথু ও হাসিনি পেরেরা দুজন মিলে বড় জুটি গড়লেও বাংলাদেশ দল সফলভাবে তাদের ভাঙতে সক্ষম হয়।
শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে। স্পিনার রাবেয়া খান ঝড়ো ব্যাটিং করা লঙ্কান অধিনায়ক আতাপাথুকে ৪৩ বলে ৪৬ রানে আউট করেন। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা ৪ রানে আউট হন। নাহিদা আক্তার কাভিসা দিলহারাকে ৪ রানে ফেরান।
আরও পড়ুন: বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় কোয়াব থেকে পদত্যাগ খালেদ মাসুদ পাইলটের
ষষ্ঠ উইকেটে ৭৪ রান যোগ করলেও, ছয়ে নামা নিলাক্ষ্মী ৩৮ বলে ৩৭ রান করে ফেরায় বাংলাদেশ দল অব্যাহত আক্রমণ বজায় রাখে। ওপেনার হাসিনি পেরেরা ৯৯ বলে ৮৫ রান করে আউট হন, যা ১৩টি চার এবং একটি ছক্কায় সমৃদ্ধ।
বাংলাদেশ দলের পক্ষে স্পিনার স্বর্ণা আক্তার ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। রাবেয়া খান ৯ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। মারুফা আক্তার, নিশিতা ও নাহিদা আক্তা দলকে একটি করে উইকেট উপহার দেন। এ ছাড়া দলের দুই ব্যাটার রান আউটে কাটা পড়েন।
আরও পড়ুন: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল
এ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হয়ে উঠেছে এবং শ্রীলঙ্কা দলের ইনিংসকে ২০০ রানের কমে থামানো সম্ভব হয়েছে।