বিএনপি'র কর্যালয়ে ভাংচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান মুনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায়, গোবিন্দগঞ্জ পৌরশহরের ঝিলপাড়াস্থ 'চাঁটনি রেস্টুরেন্ট' থেকে গোবিন্দগঞ্জ থানার এস.আই আনিসুজ্জামান ও সঙ্গীয় ফোর্স রাশেদ খান মুনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ মন্তব্য করা সেই ইউপি সদস্য গ্রেপ্তার
গ্রেফতার মুন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এ্যাড.আব্দুর রশিদ মন্ডলের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, রাশেদ খান মুনকে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় (মামলা নং ০৯, তারিখ:৭/১১/২০২৪) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রীবাহী বাসের নিচে অটোরিকশা, ৩ জনের মৃত্যু
উল্লেখ্য, স্বৈরাচারের দোসর সাবেক আওয়ামী লীগ এমপি আবুল কালাম আজাদের অত্যন্ত আস্থাভাজন ছিলেন মুন। এছাড়াও বিগত সময়ে সাবেক এমপি কালামপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ও সরব ভুমিকা রাখেন রাশেদ খান মুন।





