রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম স্বর্ণময়ী বিশ্বাস (২৬)। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি তিনি ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলেন।
আরও পড়ুন: কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে 'মা সমাবেশ' অনুষ্ঠিত
স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা স্ট্রিমের এক সহকর্মী শনিবার রাতে নিশ্চিত করেছেন, স্বর্ণময়ী শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহ*ত্যা করেছেন। যদিও ঢাকা স্ট্রিম এক শোকবার্তায় ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ উল্লেখ করেছে। স্বর্ণময়ীর হাতের রগও কাটা ছিল। তিনি শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহ*ত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।
আরও পড়ুন: রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
স্বর্ণময়ীকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।