‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ মন্তব্য করা সেই ইউপি সদস্য গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে ইউপি সদস্য সোহাগ মৃধা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের নিচে অটোরিকশা, ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ মৃধার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন।

আরও পড়ুন: সালথায় দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মৃধা একসময় বিএনপির পরিচয়ে এলাকায় সক্রিয় রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় শীর্ষ নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগ সমর্থনে ইউপি সদস্য নির্বাচিত হন।

এর আগে বুধবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোহাগ মৃধা বলেন, “আমি বিএনপি করলে মামলা খেয়ে জেলও খেটেছি। এমনকি প্রাণনাশেরও চেষ্টা হয়েছিল। তবে এখন শেখ হাসিনার আদর্শে বিশ্বাস রেখে এলাকার মানুষের কল্যাণে কাজ করছি।

তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে বিস্তর সমালোচনার সৃষ্টি হয়।