পরিবারে এমএ পাশ করে বোঝা না হয়ে মেট্রিক পাশে উদ্যোক্তা হওয়া উত্তম: বাউবি উপাচার্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, পরিবারে এম এ পাশ করে বোঝা না হয়ে মেট্রিক পাশ করে দক্ষ উদ্যেক্তা হওয়া উত্তম। সমাজের অন্যায়, অবিচার, মাদক, চাঁদাবাজি, জুয়া বন্ধ করতে হলে উৎপাদন ও জীবনমুখী শিক্ষার কোন বিকল্প নেই। দেশে দক্ষ জনশক্তি গড়তে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জীবনমুখি শিক্ষা বিস্তারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার সকালে খুলনার পাইকগাছাস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে খুলনা আঞ্চলিক কেন্দ্রধীন পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন।
আরও পড়ুন: দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ: দিপু ভূইয়া
তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের উৎপাদনমুখি শিক্ষা, ডিপ্লোমা ও কৃষি, মৎস্য সম্পদে টেকনিক্যাল কোর্স থেকে শিক্ষা নিয়ে উদ্যেক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করা খুব সম্ভব। এতে বেকার সমস্যা যেমন সমাধান হবে তেমনি পরিবার ও দেশের মানুষও উপকুত হবে। এভাবে কাজ করলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশ ও দেশের বাহিরে আলো ছড়াবে। গত ১ বছরে উপকূলীয় এলাকা পাইকগাছা, কয়রা, সাতক্ষীরা, বাগেরহাটের অবহেলিত জনপদে বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। মহতি এ কাজে শিক্ষক সমাজসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা আবশ্যক।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) এর চেয়ারম্যান আনোয়ার আলদীন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী।
আরও পড়ুন: নিজেদের ভোট দিয়ে প্রতিটি সেন্টারে ভোটের পাহারা দিতে হবে: হাবিবুর রহমান
বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. মাহফুজুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারন সম্পাদক শেখ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, অধ্যক্ষ ওলিউল্লাহ,সাবেক অধ্যক্ষ সেখ রুহুল কুদ্দুস, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।#