কমলনগরে হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ ১৯ লাখ টাকার মালামাল লুট

Sadek Ali
হাবিবুর রহমান, কমলনগর প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এক পরিবারের সবার হাত পাঁ বেঁধে বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্বর্নলংকার ও নগদ টাকা সহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজী ছিদ্দিকুল্লার সমাজের আব্দুর রব হাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার  দিবাগত রাতে আব্দুর রব হাজী বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে হঠাৎ ওই বাড়ীটি ডাকাতদল ঘিরে পেলেন। ৮-১০ জনের একটি ডাকাতদল ওই বাড়ির মোঃ রিয়াজের ঘরে প্রবেশ করে ঘরে থাকা রিয়াজ, স্ত্রী স্বপ্না বেগম ও তার তিন মেয়ের হাত পাঁ বেঁধে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি  স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসময় ঘরের বাহিরে প্রায় ১০ জনের মত ডাকাত দল বাড়ীটি ঘেরাও করে রাখেন। একই সময়ে রাত দেড়টার দিকে উপজেলার চরলরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রোড নামক স্থানে একই কায়দায় গাড়ীর গতিপথ রোদ করে একটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন: নিজেদের ভোট দিয়ে প্রতিটি সেন্টারে ভোটের পাহারা দিতে হবে: হাবিবুর রহমান

এদিকে রিয়াজ জানান, তার বাবা আলমগীর গত দেড় বছর আগে সৌদি আরবের প্রবাস জিবন শেষ করে দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। তার দুইটি কিডনি ড্যামিজ হলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা করার জন্য ৫ লাখ টাকা জোগাড় করে ঘরে রাখেন। হঠাৎ ডাকাত দল তার সব শেষ করে দেন বলে কান্নায় ভেঙে পড়েন। তার স্ত্রী ও তিন মেয়ের শরীরে থাকা ৭ ভরি স্বর্ন লুট করে নেন ডাকাত দল। এছাড়া গত দুই সাপ্তাহ আগে একই এলাকার ইয়াসিন মেম্বার ও মতু মাঝির বাড়ির হাসেমের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে আইনী সহায়তা নিতে পরামর্শ দিয়েছি। 

আরও পড়ুন: কুলাউড়ায় ‘আলোর পাঠশালা’র ৭ম বর্ষে পদার্পণ উদযাপন