দেব-রুক্মিণীর সম্পর্কে ভাঙনের গুঞ্জন, কী বললেন অভিনেত্রী?

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। একাধিকবার শোনা গিয়েছিল— খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে এবার টালিপাড়ায় উল্টো গুঞ্জন— নাকি এই প্রিয় জুটির সম্পর্কে এসেছে ফাটল!
টালিউডের ঘনিষ্ঠ মহলের দাবি, গত কয়েক মাস ধরেই দেব ও রুক্মিণীর মধ্যে মনোমালিন্য চলছে। দেবের সঙ্গে অন্য এক নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও নাকি প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করেছিলেন বলে জানা যায়। যদিও পরবর্তীতে দেবের জন্মদিনে আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
আরও পড়ুন: বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানির মারা গেছেন
কিন্তু সম্প্রতি দেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে রুক্মিণীর অনুপস্থিতি আবারও বাড়িয়েছে জল্পনা। বিশেষ করে দেবের ফিল্ম ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেলিব্রেশন ইভেন্টে কিংবা দেব প্রযোজিত ও অভিনীত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়েও তাকে দেখা যায়নি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় দেব-রুক্মিণীর বিচ্ছেদ গুঞ্জন।
এদিকে সম্প্রতি এক কালীপূজা উদ্বোধনে যোগ দিতে স্বল্প সময়ের জন্য মুম্বাই থেকে কলকাতায় ফেরেন রুক্মিণী। বর্তমানে কাজের কারণে তিনি বেশিরভাগ সময় মুম্বাইয়ে থাকেন। কলকাতায় ফিরতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন— কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে তাকে দেখা যায়নি?
আরও পড়ুন: রঙিন শাড়িতে ফের মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
এর জবাবে রুক্মিণী জানান, আসলে কাজের জন্য এখন আমি বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাব। কালই আবার দিল্লি চলে যেতে হবে, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।”
দেবের পাশে না থাকার প্রসঙ্গ উঠতেই রহস্যময় হাসি হেসে রুক্মিণী বলেন, একটাই কথা বলব— আমাকে খুঁজতে থাকো।
অন্যদিকে, সম্পর্ক ভাঙনের গুঞ্জন নিয়ে দেব আগেও মুখ খুলেছিলেন। ‘ধূমকেতু’ ছবির প্রচারণার সময় অভিনেতা বলেন, যারা এসব বলছে (বিচ্ছেদের গুঞ্জন), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে, আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে?
বর্তমানে দেব ব্যস্ত তার নতুন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারণা ও বক্স অফিস সাফল্য নিয়ে, আর রুক্মিণী নতুন প্রজেক্টের কাজে মুম্বাইয়ে অবস্থান করছেন।