চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক দুই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি গ্রেপ্তার
এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সরওয়ার বাবলা নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান,
আরও পড়ুন: পাকা কলা ঘুষ নেওয়া উচ্চমান সহকারী বরখাস্ত
“গুলির ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আমি নিজেও হাসপাতালে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন,
“এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারের সময় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।





