শরীয়তপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে

Sanchoy Biswas
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পৌরসভার সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শরীয়তপুর সদর উপজেলার জাকের পার্টির সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ বাদল কাজী।

আরও পড়ুন: ফেনীতে চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস হোটেল অ্যান্ড কনভেনশন হল’ উদ্বোধন

জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা সাধারণ সম্পাদক কামাল হোসেন ছৈয়াল, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সিকদার, জেলা যুব ফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন সরদার, ১ আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী ও মৎস্যজীবী ফ্রন্টের জেলা সভাপতি আজিজুল ইসলাম শিকদার সহ জাকের পার্টির অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, জাতির কল্যাণ, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় জাকের পার্টি সবসময় কাজ করে যাচ্ছে। মানুষের মধ্যে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করাই জাকের পার্টির মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে জাকের পার্টির আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন: আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় তারা দেশের চলমান পরিস্থিতি, জনজীবনে অস্থিরতা, শঙ্কা ও অনিশ্চয়তা নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতা সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন ও যথাযথ বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভা মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে গিয়ে শেষ হয়।