ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল: নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না
জামায়াত ও এনসিপি নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জানে—নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। তাই পিআর পদ্ধতির অজুহাতে তারা নির্বাচন পেছাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
মির্জা ফখরুল বলেন, “নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছালে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে যে সমঝোতা হয়েছে, তার বাইরে কিছু চাপিয়ে দিলে এর দায় সরকারকেই নিতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে দেশে গাড়িবহর পোড়াচ্ছে, আর নিজে বিদেশে আরামে আছেন। সাহস থাকলে দেশে আসুন, জনগণের ভালোবাসা থাকলে জেল খাটুন, তারপর কথা হবে। আওয়ামী লীগ এখন শুধু সন্ত্রাসের ওপর নির্ভর করে টিকে থাকতে চায়।”
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
তিনি আরও বলেন, “জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা পিআর পদ্ধতি নিয়ে বড় বড় কথা বলছে। অথচ এই পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়—দলের বাইরের কেউ প্রতিদ্বন্দিতা করতে পারবে না।”
বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।





