কটিয়াদীতে বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির উদ্যোগে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সন্ধ্যা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে কটিয়াদি বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বপ্ন কুঞ্জের সামনে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা কাঞ্চনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল জাহিদুল। এছাড়াও বক্তব্য রাখেন শামসুল হক চান মিয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব সিকদার, এডভোকেট রমজান আলী, আব্দুল খালেক রানা (যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল) এবং পৌর যুব দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন





