দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি এবং পশ্চিম সরফভাটার জিলানি মাদরাসা সংলগ্ন এলাকার বাসিন্দা নাজের আহমদের ছেলে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায়।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলে করে পূর্ব সরফভাটা এলাকা অতিক্রম করার সময় কয়েকজন অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগার পর তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

রাঙ্গুনিয়া থানার ওসি সেলিম সাব্বির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে, শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর একই ইউনিয়নের শিকদারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরও এক ব্যক্তি খুন হয়েছিলেন। স্থানীয়দের দাবি, অল্প সময়ের মধ্যে ধারাবাহিক হত্যাকাণ্ডে দক্ষিণ রাঙ্গুনিয়ায় নিরাপত্তাহীনতা বাড়ছে।