সোনাগাজীতে শামছুল আমিন বৃত্তি পরীক্ষায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
সোনাগাজী উপজেলার ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে প্রয়াত প্রধান শিক্ষক শামছুল আমিন (বাচ্চুমিয়া) স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
১৪ অক্টোবর শুক্রবার সকালে এ বৃত্তি পরীক্ষায় সোনাগাজী, ফেনী, দাগনভুঞা, মিরসরাই সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে ওছমানীয়া উচ্চ বিদ্যালয়, ওছমানীয়া আলিম মাদরাসা, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়—মোট ৩ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৃত্তি পরিচালনার কমিটির প্রধান সমন্বয়ক ডা: খালেদ মাহমুদ টিপু বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা: মোহাম্মদ নুরুল হোসাইন, ওছমানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, এটিএম আবদুল করিম, প্রফেসর শাহ আলম, জগবন্ধু দেবনাথ, এটিএম হাবিবুর রহমান, দেবরাজ রাজু কেন্দ্র পরিদর্শন করেন।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
স্কুল কেন্দ্রে হল সুপার ছিলেন সাঞ্জিব চন্দ্র দাস। কেন্দ্র সচিব এম. এ. মান্নান জানান, প্রতি বছরের ন্যায় চলতি বছরও চতুর্থতম পরীক্ষায় শিক্ষার্থীরা সুন্দর ও শতফুর্তভাবে অংশ নিয়েছে।





