শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের মাওনা ইউনিয়নের বারতোবা বাজার শাখাকে লক্ষ্য করে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ব্যাংকের মূল ফটক ভাঙার চেষ্টা করে এবং একের পর এক তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
ব্যাংকের শাখা ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, হামলার মুহূর্তে নিরাপত্তাপ্রহরী ভেতরে দায়িত্বে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাইরে তাকিয়ে দেখতে পান ৭–৮ জন দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর আরও তিনটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার একটি ব্যাংকের সীমানার মধ্যে গিয়ে পড়ায় বাহিরের সাইনবোর্ড আংশিকভাবে পুড়ে যায়।
তিনি বলেন, ‘‘ভাগ্য ভালো, ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে ধারাবাহিক বিস্ফোরণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’’
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে চারপাশের মানুষ জড়ো হন এবং এলাকাজুড়ে তীব্র পেট্রলের গন্ধ ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘‘বাইরে কিছু ক্ষতি হলেও ভেতরে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। বিষয়টি সদর দপ্তরে জানানো হয়েছে। আপাতত থানায় জিডি করার কথা বলা হয়েছে।’’
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশের টহল থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





