বগুড়ায় পুনাক কর্তৃক স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গত (১৭ই নভেম্বর) সোমবার বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়ার কর্তৃক পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ এর আয়োজন করা হয়।

এতে আফরোজা হেলেন, সম্মানিত সভানেত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রমনা, ঢাকা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও ফারিহা বিনতে হক, সভানেত্রী পুনাক, বগুড়া, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী এই “স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প” এ উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রার্থীদের স্বাস্থ্য সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে পুলিশ হাসপাতাল কর্তৃক ফ্রি ওষুধ সরবরাহ করা হয়।

এসময় সম্মানিত পুনাক সভানেত্রী বলেন, "পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ‌নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।" তিনি বগুড়া পুনাকের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় (পুনাক) রমনা, ঢাকা,সহ কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ ও বগুড়া জেলা পুনাকের অন্যান্য নেতৃবৃন্দসহ অন্যান্য প্রমুখ।