ওমর ফারুক কাওসারের পিতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

Sanchoy Biswas
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসারের পিতা আলহাজ্ব মাওলানা নুরুল আনোয়ার আর নেই। তিনি অসুস্থতাজনিত কারণে আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ্ব মাওলানা নুরুল আনোয়ারের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহ্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে