কারাগারে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক স্থানীয় নেতা মুরাদ হোসেন (৬৫)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুরাদ হোসেন মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তার বাবা আমজাদ হোসেন সিকদার একই এলাকার বাসিন্দা।
কারারক্ষী মেহেদী হাসানসহ দায়িত্বপ্রাপ্ত কারা সদস্যরা জানান, তিনি তিনটি হত্যা মামলার বিচারাধীন অবস্থায় কাশিমপুর কারাগারে ছিলেন। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আনা হয়। সেখানে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পর দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
পরিদর্শক ফারুক জানান, তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।





