কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

Sadek Ali
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার বিকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ শেষে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান শাহীন, বিএনপি নেতা সামসুজ্জোহা নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান। 

সমবেত দলীয় নেতাকর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন শাহ রিয়াজুল হান্নান। নেত্রীকে যেন মহান আল্লাহ তায়ালা নেক হায়াত ও দ্রুত সুস্থতা দান করেন, সে জন্য সবাই প্রাণ খোলে দোয়া করেন। 

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার