খুলনা আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ, নিহত ১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা আদালত চত্বরে দিনের বেলায় গুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করেই দুইজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তারা দ্রুত সটকে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাজিরা শেষ করে বের হওয়ার সময়ই মূলত এ হামলা হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বা আহত কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার