ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Sanchoy Biswas
সুরঞ্জিত নাগ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাস্সুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিং ত্রিপুরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার জানান, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়ই সবসময় দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করি। ফেনীবাসীকে আগামী দিনগুলোতে যেন সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা দিতে পারি। এবং আসন্ন নির্বাচনে যেন ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন। জেলার ১৬ লাখ মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান কাজ। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সম্পৃক্ততা থাকবে, তবে নির্বাচনে কোনো পদক্ষেপ নয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

জেলায় অনিবন্ধিত সিএনজি, থ্রি-হুইলার যেন চলাচল করতে না পারে— এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। চেষ্টা করবো মানুষ যেন পুলিশের ওপর আস্থা পায়।

মতবিনিময় সভায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলামসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার