মাদারীপুরে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বেলা পৌনে ১১টার দিকে শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ওয়েলকাম পরিবহনের একটি বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত ১৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, বিকট শব্দে দেখি যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে ঢুকে গেছে। সামনে বসা যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ৩ জন নিহত হয়েছেন। মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।