চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই এ জেলায় শীতের অনুভূতি বেড়ে গেছে। বুধবার সকাল ৬ ও ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, একইসাথে বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শীত বাড়ায় অনেকেই ঘরের আঙিনায় কিংবা রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। দরিদ্র ও শ্রমজীবী মানুষের কাছে এ আগুনই এখন ভরসা।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

সদর উপজেলার আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামের দিনমজুর আনিসুর রহমান বলেন, ভোরে কাজে বের হওয়া খুব কষ্টকর হয়ে গেছে। কুয়াশায় কিছু দেখা যায় না, আবার ঠান্ডায় হাত-পা জমে আসে। কাজ না করলে চলবে না, কিন্তু এই শীতে সকালটা পার করাই কষ্ট।

শহরতলী দৌলাতদিয়ারের চা দোকানি আনছার আলী জানান, সকাল থেকেই দোকানে আগুন জ্বালিয়ে রাখতে হয়। কুয়াশার কারণে ক্রেতারাও কম আসে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

রিকশাচালক মজিবার রহমান বলেন, সকালে রাস্তায় লোকজন কম থাকে। ঠান্ডায় রোজগারও কমে গেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আগামী কয়েকদিন রাত ও ভোরের তাপমাত্রা আরো কমতে পারে। এই শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।