গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়: আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, কাপাসিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের সাথে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের পরিচয়পর্ব শেষে তাদের সমস্যা ও সমাধান নিয়ে মতামত ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ, ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরলো ভেলাবাড়ীতে
জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনের তাগাদা দেন। কাপাসিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশকে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে বলেন। এছাড়া উপজেলা সদরের বাসাবাড়ির বর্জ্য অপসারণ ব্যবস্থা, পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ, ফসলী জমি রক্ষা, মাদকমুক্ত কাপাসিয়া গড়া, উঠতি বয়সী ছেলেদের মোটরবাইকে অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্য অধিকার নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য সুবিধাজনক স্থানে একটি সরকারি জায়গার ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এরআগে জেলা প্রশাসক নিয়ম মাফিক কাপাসিয়া সদর তফসিল অফিস পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার জান্নাতুল ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাকিল আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫





