টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, বাড়িতে পড়লো গুলি
কয়েকদিন শান্ত থাকার পর টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় সীমান্তঘেঁষা এলাকাজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিব্রিজ এলাকায় একটি বসতঘরের ছাদে এসে পড়ে একটি গুলি। বাড়িটির মালিক মৃত হাজি মোজাহার আহমেদের পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করেই গোলাগুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন: টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মোজাহার আহমেদের ছেলে শাহ আলম জানান, দুপুরে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে বিরতিতে গোলাগুলি চলতে থাকে। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা ঘরের টিনের চালায় ছিদ্র দেখতে পান। পরে ঘরের ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুপুরের দিকে মিয়ানমারের ভেতর থেকে পরপর গুলির শব্দ শোনা গেছে। সেখান থেকে ছোড়া গুলি বাংলাদেশ অংশে এসে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ কেউ দেয়নি।
আরও পড়ুন: হবিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সীমান্তে এ ধরনের পরিস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।





