৩০ ফুট গভীরে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশু স্বাধীনকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৩০ ফুট গভীর সেই গর্তে ক্যামেরা পাঠিয়েও শিশুটির কোনো সন্ধান মিলছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বুধবার বিকেলে গর্তে ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের স্তর ক্যামেরার দৃশ্য বাধাগ্রস্ত করায় শিশুটিকে দেখা যায়নি। রাত ১০টা এবং এরপর সাড়ে ১২টার দিকে আবারও ক্যামেরা পাঠানো হলেও একই ফল পাওয়া যায়।

আরও পড়ুন: চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন খেলতে গিয়ে হঠাৎ ওই গর্তে পড়ে যায়। খবর পাওয়ার পর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। গর্তের পাশে দুটি স্কেভেটর দিয়ে মাটি কাটার কাজও চলছে। ঘটনাস্থলে শতশত মানুষের ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে, কিন্তু এখনো শিশুটিকে দেখা যায়নি। ক্যামেরা পাঠিয়েও কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা চাই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে; যদিও সে জীবিত আছে কি না—তা নিশ্চিত নই। আশা করছি দুই-তিন ঘণ্টার মধ্যে উদ্ধার সম্ভব হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গাড়িবহরে হামলার প্রতিবাদে জেএসডি প্রার্থীর সংবাদ সম্মেলন

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত আছে। আমরা সবাই শিশুটির নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করছি।