লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

Any Akter
জাহাঙ্গীর লিটন , লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম(৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে।  পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময়  বাধা দেয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি ঘটেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন-এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাঁদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে দৃর্বৃত্ত। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে অন্যদের শোরৎচিকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় ছকিনা। নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেয়ায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে দাবী করেন স্থানীয়রা।  

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার(সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন,পূর্ব শুক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেয়া যাচ্ছেনা।  সেটাও তদন্ত করা হচ্ছে।  এই বিষয় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।  


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি ও নজরদারি বৃদ্ধি