ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ আটক ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

শনিবার (তারিখ উল্লেখ না থাকায়) ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: হাদির মৃত্যু নিয়ে কটুক্তি, নারী চিকিৎসককে অব্যাহতি

আটককৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে একাধিক টিম গঠন করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চালানো পৃথক ঝটিকা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো যুবকের

উল্লেখ্য, কয়েকদিন আগে ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু ধর্মাবলম্বী যুবককে প্রকাশ্যে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মারা গেলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের দ্রুত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। প্রয়োজনে ঘটনার পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্ত করতে রিমান্ড আবেদন করা হতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।