আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একটি দ্বিতল বাড়ির দুটি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি মাইক্রোবাসে করে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে এসে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের লেলিহান শিখায় বাড়ির দুটি কক্ষ ও একটি প্রাইভেট কার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশের বসতিতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।