পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিঘ্নিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

সকাল থেকে ঘন কুয়াশার কারণে সড়ক ও মাঠঘাটে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, শীতের কারণে ভোরে কাজকর্মে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

আরও পড়ুন: ২২ দিনেও মিলেনি রাসেলের খোঁজ, আটক ৩

অটোরিকশাচালক রফিকুল বলেন, “কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, তারপরও সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। যাত্রীও কমে গেছে।”

গত সোমবার (২২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করলেও দুপুরে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। ডিসেম্বরের শেষ দিকে তেঁতুলিয়া ও উত্তরাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।