দুর্ভোগে যাত্রী ও যানবাহন
ঘন কুয়াশায় বন্ধ শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল
ঘন কুয়াশার প্রভাবে শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, নদীতে কুয়াশার ঘনত্ব অতিরিক্ত বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রিতে
তিনি বলেন, কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা কমে গেলে নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সে কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, এই নৌ রুটে প্রতিদিন ছোট ও বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি চলাচল করে। ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুর উভয় প্রান্তের ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যেও ভোগান্তি বাড়ছে।
আরও পড়ুন: দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয়
শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই নৌপথে চলাচল বিঘ্নিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





