নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেতা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নরসিংদী-১ (সদর) আসনে আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাঁর ব্যক্তিগত ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন তিনি। তবে তিনি তাঁর ফেসবুক পোস্টে জোটের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেননি।

আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত

তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

প্রিয় নরসিংদীবাসী, 

আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নরসিংদীর উন্নয়নের জন্য আমি ৮ দফা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ৮ দফা বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাব। যারা এই ৮ দফা বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতে চান, আমি সবসময় তাদের পাশে থাকব। গত এক মাসে আপনারা যে ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত ও ধন্য। এনসিপি করার গত এক বছরে আমি এক টাকাও উপার্জন করিনি বা কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি দলের নামে এবং ভবিষ্যতেও গ্রহণ করবো না। বরং নিজের কষ্টার্জিত অর্থই ব্যয় করেছি। যারা অনুদান দিয়েছেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি।

ইনশাআল্লাহ, দেশের জন্য যেকোনো ভূমিকা ও অবস্থান থেকে কাজ করে যাব।

তবে স্পষ্টভাবে জানাতে চাই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।

আমার পাশে থাকা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামী ঢাকা-১১ ও কুমিল্লা-৪ আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।