কুলাউড়ায় মনোনয়ন দাখিল করলেন বিএনপি-জামায়াতসহ ৮ জন প্রার্থী

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি-জামায়াতসহ ৮ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত

স্ব-স্ব প্রার্থীরা তাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র যারা দাখিল করেছেন তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ