রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ও বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেনের নির্দেশনায় উপজেলার চনপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা এবং নাওড়া সাকিনস্থ বেপারী বাড়ি, বসুন্ধরা বাউন্ডারি সংলগ্ন ১৫০ ফুট সড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত

গ্রেফতারকৃতরা হলেন—মুক্তার হোসেন ওরফে ভুট্টুর ছেলে শাহীন মিয়া (২০), আবু তাহের মিয়ার ছেলে রাশিদুল ইসলাম (১৯), মৃত শফিউল্লাহর মেয়ে নাছিমা বেগম এবং মৃত আব্দুল মতিন ফকিরের ছেলে খাইরুল ইসলাম (৪৮)। তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল, ৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মোঃ সবজেল হোসেন বাংলাবাজার পত্রিকাকে বলেন, রূপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারিরা যেখানেই অবস্থান করুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলের বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। নিয়মিত অভিযানের মাধ্যমে রূপগঞ্জে মাদক কারবারিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হবে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষ যদি মাদক কারবারি বা অপরাধীদের বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে তা পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। জনগণের সহযোগিতায় রূপগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে থানা পুলিশ বদ্ধপরিকর।

এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন ও উপপরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।