রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বাজার এলাকায় প্রবেশের পর ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।
খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।





