সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

Sanchoy Biswas
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৩ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি।

আরও পড়ুন: চাঁদপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রাশেদ হাসান এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল।

আরও পড়ুন: সুনামগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন একজন অত্যন্ত সজ্জন ও দূরদর্শী মানুষ। টাঙ্গাইল ও ঢাকার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি তাঁর পরিবারের একজন সদস্যের মতো তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দেখভাল করার চেষ্টা করব। পাশাপাশি যমুনা নদীর বেড়িবাঁধ, মাহমুদনগর ব্রিজসহ তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো জনগণের ভোটে নির্বাচিত হলে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান গত ৩১ ডিসেম্বর ঢাকার গুলশানে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ১ জানুয়ারি বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজা শেষে মরহুমকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় তাঁর স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।