বাড়ির উঠানে সমাহিত খোকন দাস, আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম ক্ষোভ
ডামুড্যা উপজেলার তিলই এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত খোকন চন্দ্র দাস (৩৮) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, চার দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, যা এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত
স্থানীয়রা জানান, খোকন চন্দ্র দাস বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হন। আহত অবস্থায় প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কনেশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য স্বপন গোলদার জানান, আহত অবস্থায় খোকন দাস হামলাকারীদের নাম জানিয়েছিলেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: খতনা করাতে হাসপাতালে গিয়ে সাত বছরের শিশুর মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, খোকনের বাবার করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে—সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)। তবে তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী সীমা দাস দাবি করেন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। স্থানীয়রা জানান, অভিযুক্তরা আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, “আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে এটি ছিনতাইয়ের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।”





