শরীয়তপুরে ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিপি দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম। উদ্বোধন শেষে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
র্যালি শেষে জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের ভিডিপি দিবসের শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত একটি শৃঙ্খলা বাহিনী। এই বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, পূজামণ্ডপ ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোসহ আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
আরও পড়ুন: ১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন
তিনি জানান, “বর্তমানে আনসার ও ভিডিপি বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ, যা দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে স্বীকৃত। এর মধ্যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিডিপি হলো বৃহত্তম শাখা, যার সদস্য সংখ্যা প্রায় ৬০ লক্ষ। আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালের ৫ জানুয়ারি। দীর্ঘ এই পথচলায় ভিডিপি সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।”
ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভেদরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা স্বপন কুমার, সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. ফররুখ আহমদ, জাজিরা উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মিঠুন কুমার বিশ্বাস, ভেদরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নিলু রানী দাস, নড়িয়া উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মরিয়ম আক্তারসহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫০ জন ভাতাভোগী ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং সাধারণ ভিডিপির সদস্য অংশগ্রহণ করেন।





