গণতন্ত্র সুসংহত করতে গণভোট জরুরি, রূপগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে গণভোটের প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তদারকি কর্মকর্তা সোহেল রানা। সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ রমজান আলী, মুড়াপাড়া ইউনিয়নের জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিউলি আক্তার, শাহানাজ পারভিন, বিলকিস বেগম, মোহাম্মদ মামুন মিয়া, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মাসুদ মিয়া-সহ বিএনপি, জামায়াত, চরমোনাই, হেফাজত এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বদলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মা’কে গলাটিপে হত্যা, ছেলে আটক
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা তদারকি কর্মকর্তা সোহেল রানা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় মতামত প্রদান করতে পারে। গণভোটের নিয়ম-কানুন ও পদ্ধতি সম্পর্কে ভোটারদের পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন জনগণকে সচেতন করতে সারাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মুড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণের ভোটাধিকার। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন জনগণ স্বাধীনভাবে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগ পায়, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করে। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিজিবির বড় সাফল্য
সভায় বক্তারা বলেন, গণভোট-২০২৬ দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বক্তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন, নির্বাচন কমিশন এবং সাধারণ জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে গণভোট বিষয়ে তথ্যভিত্তিক লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত সচেতনতামূলক বার্তা উপস্থাপন করা হয়।





