নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৭
নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ অর্থ ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।
আরও পড়ুন: গণতন্ত্র সুসংহত করতে গণভোট জরুরি, রূপগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের জামাল উদ্দিন খোকা, আজিজুল মিয়া, মো. আলমগীর হোসেন, ফয়সাল মিয়া, সেলিনা বেগম, স্বপ্না আক্তার ও সামসুন্নাহার।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিল, ইয়াবাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিজিবির বড় সাফল্য
লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সম্মিলিতভাবে ডেভিল হান্ট, গ্রেপ্কার, অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুর থানার ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
ভোটকেন্দ্রে যাতে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে এবং ভোটকেন্দ্রে জনসাধারণ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া শিবপুর থানা এলাকায় ১টি স্থায়ী ও ৪টি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
ইতিমধ্যে শিবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিগত কয়েক মাসে দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলভার উদ্ধারসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং ১০৫ জন ডেভিল গ্রেপ্তার, ৩ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪ কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে এবং এই সংক্রান্তে ৯৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিবপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার, অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি ও আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও তিনি জানান।





