হত্যা মামলার রহস্য উদঘাটন স্বামী-স্ত্রী আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে র‍্যাবের অস্থায়ী কার্যালয়ে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।

আরও পড়ুন: গণভোটের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে ক্বেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

আটককৃতরা হলেন, সদর উপজেলার মাধবদী থানাধীন নওপাড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান,  গত ২৯ ডিসেম্বর রাত সোয়া ৮ টায় নিহত জাহিদুলের বাবা মোশারফ হোসেন ওরফে বাবুল বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর র‍্যাব-১১ নরসিংদীর দৃষ্টিগোচর হলে উক্ত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করতে র‍্যাব তার নিজস্ব গোয়েন্দা নজরদারি জোড়দার করেন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব- ১২ কুষ্টিয়ার চৌকস দল যৌথ অভিযান চালিয়ে  বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) পৌনে ৪টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ভাদালিয়া এলাকা হতে চাঞ্চল্যকর জাহিদুল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামী রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখিনা: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

তিনি আরও জানান, নিহত জাহিদুল ইসলাম মাধবদী নওপাড়া এলাকায় পৌচ্ছালে আগে থেকে উৎপেতে থাকা অজ্ঞাতনামা ৪/৫ আসামী মিলে তার ওপর হামলা করে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামী রাজন জাহিদুলের বুকে ছুরিঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।