সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবু পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকদের ব্যানারে শতাধিক মানুষ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম
বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানান। তাছাড়া তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
আরও পড়ুন: হাজারো অপরাধের কথন মালার নিউ জেনারেশন ত্রাস রুবেল ভাঙ্গী ও তার গডফাদার মাসুদ ভাঙ্গী
বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিল। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।





