উত্তরায় বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরই বিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, এবং আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের দ্রুত স্থানান্তরের জন্য মেট্রোরেল ব্যবস্থাপনায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, মেট্রোরেলের নারী বগির পাশের বগি—অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগিটি আহতদের বহনের জন্য রিজার্ভ রাখা হয়েছে।
উদ্ধার কাজ পরিচালনায় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে, যার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অন্যতম।