ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫)। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, “নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যারা গুলি চালিয়েছে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিহতের পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে কল পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, “মামুন একজন ব্যবসায়ী ছিলেন। কয়েক বছর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল।”

নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বাবার নাম এস. এম. ইকবাল এবং স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “সকাল ১১টার দিকে গুলির শব্দ শুনে হাসপাতালের মূল ফটকে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, পরে দ্রুত ঢামেকে পাঠানো হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।