নির্বাচনের আগেই যুক্ত হচ্ছেন ৪ হাজার নতুন এএসআই

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: বিজিবির উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, “লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তবে তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হবে।”
আরও পড়ুন: রাজধানীতে নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলসহ ৯ জন গ্রেপ্তার
পুলিশ প্রধান বাহারুল আলম জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগেই চার হাজার নতুন এএসআইকে যুক্ত করা হবে।