আদালতে কোরআন হাতে শপথ
আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি: মেঘনা আলম

আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী উল্লেখ করে আদালতে শপথ করেছেন এক নারী। তিনি জানান, আদালতে শপথের সময় হাতে নিয়েছিলেন দুটি কোরআন—একটি উপহার দিয়েছিলেন ঈসা এবং অন্যটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত, যা সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণ করা হয়েছিল। শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টা ২৯মিনিটে তার ফেসবুকে একটি পোস্ট করে এসব কথা জানান মেঘনা আলম।
পোস্টে তিনি লেখেন— আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত।আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোন অপচেষ্টা বন্ধ হোক।
আরও পড়ুন: কাকরাইলে সংঘর্ষে আহত নুর, প্রিন্স মাহমুদের পোস্টে ফের আলোচনায়
তিনি আরও লিখেন, আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না… আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী
সবশেষে লিখেন, শুধুমাত্র ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা বন্ধ হোক। ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।
আরও পড়ুন: যে কারণে সোনার গয়না বিক্রি করে পরিবার চালিয়েছিলেন অপু