পুলিশের ৫৯ কর্মকর্তার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

আরও পড়ুন: বেনাপোলে মরিচ বোঝাই ট্রাক থেকে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা এবং বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা: প্রস্তুত ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াড