রাজধানীর নিরাপত্তা রক্ষায় চারপাশে পুলিশের চেকপোস্ট চালু

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর উন্নয়নে ও নিরাপত্তা রক্ষায় রাজধানীর চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলতে চেকপোস্ট চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইন শৃংঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অদ্য  হতে চেকপোস্ট ব্যবস্থা বেগবান করেছে।

চেকপোস্টগুলো বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে রমনা বিভাগের বসিলা,লালবাগ বিভাগের বাবুবাজার,ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ,মাতুয়াইল ইউ-লুপ,স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রাস্তায়(কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট,উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ,কামারপাড়া,ধৌড় ব্রিজ ইত্যাদি  জায়গায় পরিচালিত হবে।

আরও পড়ুন: বিজয় দিবসে হাতিরঝিলে বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান