প্রথম আলো কার্যালয়ে হামলা: ১৫ আসামি কারাগারে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান সোমবার তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই সেলিম রেজা জানিয়েছেন।

আরও পড়ুন: পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল

ওই আসামিরা হলেন- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল বাকের শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার ও রাজু আহমেদ।

সূত্র জানায়, আসামিদের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

আরও পড়ুন: বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

এর আগে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান। তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও সোর্সদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই আসামিদের একাধিক জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১ নম্বর আসামি মো. নাইম ইসলামের (২৫) কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫০ হাজার টাকা এবং লুণ্ঠিত অর্থ দিয়ে কেনা ১টি ফ্রিজ, ১টি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিদের নাম–ঠিকানা যাচাই–বাছাই প্রক্রিয়াধীন। এ অবস্থায় মামলার তদন্ত সমাপ্ত ও আসামিদের ঠিকানা যাচাই–বাছাই না হওয়া পর্যন্ত তাদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন। 

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে গতকার রবিবার রাত ১২টা ১০ মিনিটে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।